এই জীবনে আপনি বিভিন্ন ধরণের মামলা দেখে থাকবেন। কোনোটা চুরি-ডাকাতি, কোনোটা হত্যা, কোনোটা বা প্রতারণা। কিন্তু আজ এমন একটি মামলার কথা শুনবেন, যেটা শুনে আপনি হাসি থামাতে পারবেন না। আমাদের অনেকেই রেড বুল পান করতে পছন্দ করি। আপনার এই পছন্দের ড্রিঙ্কস কোম্পানি একবার এমনই এক মামলার সম্মুখীন হয়েছিল।
রেড বুল কোম্পানির একটি স্লোগান “Red Bull give wiiings”। এটা ‘wings’ নয়, এটা তিনটি “i” দ্বারা গঠিত শব্দ ‘wiiings.
কিন্তু কেন? আজ থেকে বিশ বছর আগে রেড বুলের স্লোগান ছিল “red bull gives wings”। একটি “i” দ্বারা লিখিত “wings” অর্থাৎ ‘রেড বুল আপনাকে ডানা দেয়’।
কিন্তু আমেরিকার এক গ্রাহক আদালতে এই কোম্পানির বিরুদ্ধে মামলা ঠুকে দেয়। তিনি জর্জকে বলেন, ‘মাই লর্ড এই কোম্পানি মিথ্যা বলছে। আমি তো ১০ বছর যাবত রেড বুল পান করছি। কিন্তু আমার তো কোনো ডানা গজায়নি। দেখুন এরা কত মিথ্যাচার করছে। মিথ্যা বিজ্ঞাপন প্রচারের দণ্ড আরোপ হোক এর ওপর।’
আরো পড়ুন: বিশ্বকাপ ফুটবল এর কিছু বিতর্কিত মুহূর্ত
জর্জ গ্রাহকের কথা শুনে বলল এর কথায় কিছুতো লজিক আছে। রেড বুল শত চেষ্টা করেও মামলা হেরে যায়। কোর্ট কোম্পানিকে ১৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে বলে। এই ক্ষতিপূরণের টাকা মূলত পাবে গ্রাহকগণ। যে সকল মানুষ রেড বুলের ক্যান ২০০২ থেকে ২০১৪ সালের মধ্যে আমেরিকায় কিনেছে। তারা চাইলে দশ ডলার ক্যাশ ক্ষতিপূরণ নিয়ে যেতে পারবে। এটা কোম্পানির জন্য অনেক বড় ধরনের ক্ষতি ছিল। এরপর কোম্পানি সিদ্ধান্ত নেয় যে, তারা স্লোগান বদলে ফেলবে। এরপর থেকে তারা “red bull gives wiiings” স্লোগান দেওয়া শুরু করে। এখন তো কেউ বলতে পারবে না যে, তার কেন ডানা গজায়নি। কেননা রেড বুল তো “wings” এর দাবি করেইনি। তারা বলছে ‘wiiings’।
এখানে রেড বুল ষাঁড়ের মতোই তার জেদ বজায় রাখে।