টমেটো’র ছোঁয়ায় ত্বক হবে দাগমুক্ত, ফর্সা ও উজ্জ্বল

টমেটো’র ছোঁয়ায় ত্বক হবে দাগমুক্ত, ফর্সা ও উজ্জ্বল

বাড়িতে থাকা টমেটোর মাধ্যমে অনেক সহজেই ফেসিয়াল করা যায় । এই ফেসিলায়টি একবার করলেই লক্ষ্য করা যাবে যে ত্বকের দাগ উঠে যাবে ত্বকে উজ্জলতা বৃদ্ধি পাবে এবং ত্বকে যদি বয়সের ছোপ থাকে বা মেসতার দাগ থাকে সেগুলোকেও মুছে যাবে । টমেটোর রস শরীরের জন্য খুবই ভালো । আর গরমের দিনেও টমেটোর রস ত্বকের জন্য অত্যন্ত উপকারি । টমেটোর রস ত্বকের তৈলাক্ত ভাব কমিয়ে ফর্সা করতে অনেক সাহায্য করে ।

(1st step) : প্রথমে ১টি বাটিতে ১টি টমেটো ব্লান্ডার বা মিক্সার করে ছাকনির সাহায্য নিয়ে চেকে নিতে হবে । এবার অন্য আরেকটি  বাটিতে নিতে হবে ব্লান্ডার করা টমেটো থেকে ২ চামচ টমেটোর রস । বাকি রসটা সরিয়ে রাখতে হবে পরবর্তী স্টেপের জন্য । এবার এতে নিতে হবে ২ চামচ কাচা দুধ । কাচা দুধ ত্বকের জন্য খুবই উপকারি । কাচা দুধ ত্বক সফট ও ক্লিন করে ভিতর থেকে করে তুলে ফর্সা ।

এবার টমেটোর রস ও কাচা দুধ একসাথে মিশিয়ে নিতে হবে । এর পর এই রেমিডিটি মুখে, গলায়, ও ঘাড়ে ভালো করে একটি মেকআপ ব্রাশ দিয়ে লাগাতে হবে । এবং ৫ মিনিট লাগিয়ে রেখে দিতে হবে । ধোয়ার কোনো দরকার নেই । এরপর চলে যেতে হবে পরবর্তী স্টেপে ।

(2nd step) : স্ক্রাবিং এর জন্য টমেটোর রস চেকে নিয়ে চাকনার অপর অংশে অবশিষ্ট টমেটর টমেটোর যে কুচি গুলো থাকবে সেগুলো ফেলে না দিয়ে আলাদা ১টি বাটিতে নিতে হবে । তারপর এতে দিতে হবে ১চামচ ছোট দানার চিনি । চিনির থেকে ভালো স্ক্রাব আর কিছুই হয় না কারন চিনি ত্বক থেকে সমস্ত মৃত কোষকে তুলে ফেলে , ফলে ত্বক উজ্জল ও গ্লোয়িং দেখায় । এবার এতে দিতে হবে ৪-৫ ফুটা লেবুর রস । যদি লেবু না থাকে তাহলে লেবুর পরিবর্তে ১/২ চা চামচ এলোভেরা জেল ব্যবহার করা যাবে ।

লেবুর মধ্যে ন্যাচরাল ব্লিচিং প্রপাটিস থাকে যা ত্বকের যে কোনো রকম কালো দাগ ছোপকে তুলে দেয় । এবং লেবুতে ভিটামিন সি প্রচুর পরিমানে পরিমাণে থাকে যা ত্বকের এক্সটা ওয়েল দূর করে ফেলে । এবং গরমকালেও ত্বক তেলতেলে করে না । এবার এই ৩টি উপকরণ একসাথে মিশিয়ে আবার মুখে, গলায় , ঘাড়ে লাগিয়ে ৪-৫ মিনিট স্ক্রাব করে নিতে হবে । আঙ্গুল দিয়ে হাল্কা হাল্কা করে মেসেজ করতে হবে ।

বেশি জুড়ে ঘষলে ত্বকের ক্ষতি হতে পারে । স্ক্রাবিং এর কারনে ত্বকের ব্লাড সার্কুলেশন বেড়ে যায় । যার ফলে ত্বক চকচক করে ফর্শা হয়ে উঠে । এবং বয়সের ছোপ বুঝা যায় না । এবার স্ক্রাবিং শেষ হয়ে গেলে একটা ভেজা রুমাল বা টাওয়াল দিয়ে ত্বক মুছে নিতে হবে । (3rd step) : এই ফেসপেকটি তৈরি প্রথমে নিতে হবে ২টি টমেটোর রস । এবং এতে দিয়ে দিতে হবে ১চা চামচ বেসন । বহুযুগ আগে থেকে ত্বকের জন্য বেসন ব্যবহার করা হতো । বেসন আমাদের ত্বক থেকে অতিরিক্ত ওয়েল সরিয়ে ফেলে এবং এর সাথে সাথে স্কিনকে রাখে নরম এবং ফ্রেস । তারপর নিতে হবে ১চা চামচ চালের গুড়ো । চালের গুড়ো ত্বককে রোদে পোড়া থেকে রক্ষা করে, চোখের নিচের কালো দাগ তোলে ফেলে । চেহারাকে বয়সের সাথে সাথে ঝুলে পড়তে দেয় না এবং মুখের মাংসপেশিকে টাইট করে দেয় ।

চালের আটার মধ্যে ভিটামিন বি থাকে । এটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারি । এবার এই সব উপকরণকে একসাথে মিশিয়ে পেস্ট করে নিতে হবে । তারপর আবারো মুখে, গলায়, ঘাড়ে লাগিয়ে নিতে হবে । অনেকের হাত-পায়ের পাতা কালচে হয়ে থাকে কেউ চাইলে এই প্যাক টাকে হাত-পায়ের পাতায় লাগাতে পারেন । লাগানোর পর ১০ থেকে ১৫ মিনিট রাখতে হবে । তারপর শুকিয়ে গেলে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে । এই ফেসপেকটি সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করতে হবে ।  আরও পড়ুন:

পুরো আকাশ ফাঁকা রেখে কেন নির্দিষ্ট রাস্তায় চলে প্লেন

(4th step) : এই টিপসটি খুবই কার্যকর একটি রেমিডি । এই প্যাকটি ৭ দিন ব্যবহার করতে হবে । প্রথমে ১টি টমেটো টুকরো করে নিতে হবে। তারপর দরকার কাচা দুধ । কাচা দুধ ফ্রিজে রেখে দিয়ে ৩-৪ দিন ব্যবহার করা যাবে । তো এবার কাচা দুধের মধ্যে ১ টুকরো কাটা টমেটো ডুবিয়ে মুখে ২-৩ মিনিট শুধু ঘষতে হবে ভালো করে । মুখের, গলার, ঘাড়ে এবং হাত-পায়ের ঠিক যে জায়গা গুলোতে বেশি সমস্যা আছে সেখানে কয়েকবার দুধে ডুবিয়ে টমেটোটিকে ভিজিয়ে ম্যাসেজ করতে হবে ।  মুখের দানা দানা ভাব থাকা জায়গাতে টমেটোকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষতে হবে । এবং রাভ করতে হবে। এতে ত্বকের ভিতরে থাকা ডাক্সপট তুলে ফেলবে ।  কেননা কাচা দুধ খুব ভালো স্ক্রিঞ্জারের কাজ করে এবং খুব তারাতাড়ি মুখ পরিষ্কার করতে সাহায্য করে ।

আর তার সাথে তো টমেটোর রস আছেই । টমেটোতে ভিটামিন সি আছে যেটা ত্বক থেকে টেন তুলে দিয়ে সাহায্য করে , এবং এর রস স্কিন টাইট করতে এবং পিম্পল এর সমস্যা দূর করে । প্যাকটি পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর ঠান্ডা পানি দিয়ে মুখ, গলা ,ঘাড় এবং হাত-পা যে জায়গায় প্যাকটি লাগানো হয়েছে তা পরিষ্কার করে নিতে হবে । তারপর একটি শুকনো টাওয়াল দিয়ে মুছে নিতে হবে ।

এই বিউটি টিপসটি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে ত্বকের যাবতীয় দাগ, ছোপ, মেসতা দূর করে দেবে । এবং মুখের উজ্জলতা বাড়িয়ে ত্বক ফর্সা  করে দিতে সাহায্য করে ।  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *