রহস্যময় গ্রাম আল-মাদাম: আমাদের এই পৃথিবীটা বড়ই অদ্ভুত যেমন রুপময় তেমনি রহস্যময় । পৃথিবীর পরতে পরতে লুকিয়ে আছে হাজার রহস্য এবং অমীমাংশিত ঘটনা। আজ আপনাদের সামনে তোলে ধরব রহস্যের জালে ঘেরা অলৌকিক একটি গ্রামের ঘটনা ।
সংযুক্ত আরব আমিরাত এর দুবাই শহর নামটা মনে আসতেই আমাদের চোখে ভেসে উঠে ভোগ বিলাস প্রাচুর্যের প্রতিচ্ছবি ।ভেসে উঠে, আকাশচুম্বী ভবন বুর্জ খলিফা এবং ল্যাম্বরগিনি ইতালীয় বিলাসবহুল স্পোর্টসকার । কিন্তু এই সব ছাড়াও বিশাল একটি অংশ জুড়ে রয়েছে মরুভূমি ।
আর এই মরুভুমির বুকে রয়েছে একটি গ্রাম , যেটি কিনা শুধু দিনের বেলা দেখা যায় ।গ্রামটির নাম আল-মাদাম। চারিকদিকে ধূ-ধূ বালি আর বালির সমুদ্রে মাথা উঁচিয়ে আছে কিছু বাড়ি এবং একটি মসজিদ ।দিনের বেলায় অন্য পাঁচটা গ্রামের মতই লাগবে আল-মাদাম নামেরমরু গ্রামটিকে । কিন্তু রাত নামলেই বদলে যায় এর চেহারা উধাও হয়ে যায় গোটা গ্রাম ।
আরো পড়ুন: বিশ্বকাপ ফুটবল এর কিছু বিতর্কিত মুহূর্ত
আসলেই কি তাই ? রহস্যময় এক গ্রাম আল মাদাম । দুবাই শহর থেকে ঘণ্টাখানেকের পথ শারজাহ সীমানা-লাগুয়া এই জন শূন্য গ্রামে রয়েছে কয়েকটি বাড়ি । হাট করে খোলা সেসব বাড়ির দরজা-জানালা, এলোমেলো ঘরের আসবাবপত্র । দেখলে যে কারোর মনে হবে সব কিছু ফেলে তাড়াহুড়ো করে পালিয়েছে এখানকার বাসিন্দারা । সূর্যের আলোর সাথে জেগে উঠে গ্রামটি আর রাতের বেলায় একদম উদাও হয়ে যায় । বাড়ি ঘরের কোন অস্থিত আর চোখে পড়ে না। যেদিকে চোখ যায় শুধু ধূ-ধূ মরুভুমি ।
স্থানীয়রা গ্রামটির নাম দিয়েছে “ভূতের গ্রাম” বা “গোস্ট টাউন” । আল-মাদাম এর এই ভূতুরে চরিত্রের খবর চাউর হতেই বিজ্ঞানীরা নামেন গবেষণায় । তারা ধারনা করছেন, সংক্রামক রোগের মহামারী কোন এক সময় গ্রামটিতে ঘটেছিল । গ্রামের ধারে কাছে আসার সাহস হতো না কারোর । তবে বিজ্ঞানীরা খুঁজে বেড়াচ্ছেন সঠিক কারণ ।
শুরুতে তাদের ধারণা ছিল ক্রমাগত বালু-হাওয়ার অত্যাচারে রাতের বেলায় বালিতে ঢাকা পড়ে যায় গোটা গ্রাম । বালু ঝড়ের কারনে বালির তলায় চাপা পড়ে আল-মাদাম । ধোপে টিকেনি সেই যুক্তিও রাতে বেলায় চাপা পড়ে গেলেও দিনের বেলা কিভাবে এত দ্রুত সরে যায় বালি ?এই প্রশ্ন ছিল সবারই । কেউ বলেন রাতের আঁধারে গ্রামটিকে অদৃশ্য মনে হওয়াটা আসলে দৃষ্টিভ্রম আলোর প্রতিসরণ প্রতিফলন এর কারসাজি মুল ব্যাপার ।
অমিমাংশিত রহস্য নিয়ে মরুর বুকে টিকে আছে যাযাবর বেদুইনদের জন্য নির্মিত ভুতুড়ে গ্রাম আল মাদাম । স্থানীয়দের দাবি ১৯৭০ সালের আশেপাশে এই গ্রামটির সৃষ্টি হয়েছিল । ছিল আল-কুতবি সম্প্রদায়ের বাস । আল মাদাম এর রহস্যময় চরিত্র আকৃষ্ট করে রোমাঞ্চপ্রিয় পর্যটকদের । কেউ আবার ছুটে আসেন রহস্য উদঘাটনের নেশায় । একদিন নিশ্চয়ই খুলবে রহস্যের জট, তখন হয়তো জানা যাবে আসলে কিভাবে হারিয়ে যায় রাতের আল মাদাম।